Scientific Name : Balaenoptera edeni
                
                Family : Balaenopteridae
                Order : Cetartiodactyla
                Class : Mammalia
                Phylum : Chordata
                
                                Other Name : ব্রাইদের তিমি
                
                                    Habitat : সামুদ্রিক ন্যারিটিক অঞ্চল ও মহাসমুদ্রীয় অঞ্চল।
                                 
                                
                    Description : ব্রিডির তিমি হল একটি  বেলিন তিমি যা সারা বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় জলে পাওয়া যায়।
এ তিমি তুলনামূলকভাবে বড়।প্রাপ্তবয়স্কদের দৈর্ঘ্য ১৪ মিটার পর্যন্ত এবং ওজন ৪০ টন পর্যন্ত। তাদের একটি সুবিন্যস্ত শরীরের আকৃতি রয়েছে।একটি সূক্ষ্ম তুণ্ড, সরু ফ্লিপার এবং একটি অপেক্ষাকৃত ছোট পৃষ্ঠীয় পাখনা রয়েছে। এদের ত্বক গাঢ় ধূসর বা কালো। নিচের চোয়াল এবং পেটে সাদা বা হালকা ধূসর ছোপ থাকে।
তিমিগুলি তাদের ডাইভিং ক্ষমতার জন্য পরিচিত। একবারে ২০মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে। তারা প্রাথমিকভাবে ছোট মাছ, ক্রিল এবং প্ল্যাঙ্কটন খায়। পানি থেকে খাবার পরিশোধন করার জন্য তাদের মুখের বেলিন প্লেট ব্যবহার করে। 
এরা সাধারণত একাকী বা দুই বা তিনজনের ছোট দলে পাওয়া যায়। যদিও বড় গ্রুপেও দেখা যায়। তারা দিনের বেলায় সক্রিয় থাকে।ক্লিক, শিস এবং হুংকার সহ বিভিন্ন কণ্ঠস্বর ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে।
 তিমিগুলি বন্য অঞ্চলে ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদিও তাদের জীবনকাল আরো কম হতে পারে যদি প্রচুর শিকার হয়।
 তিমি অন্যান্য প্রজাতির বেলিন তিমি, যেমন সাদা তিমি এবং নীল তিমির সংকর হতে পারে।
যদিও এ তিমির কিছু সংখ্যা সারা বছর নির্দিষ্ট এলাকার বাসিন্দা তবে  খাওয়া এবং প্রজনন এর জন্য মৌসুমি স্থানান্তর করে।
                
                
                 
                
                                Distribution in Bangladesh
                
                             
            
            
                              
                
                
                
            
            
                                
                    References: 
                    description written by:Asad U. Tanvir,Department of Zoology,Jagannath University,Dhaka; reviewed by:Muntasir Akash,Department of Zoology,University of Dhaka;Taxonomic Checklist:Red List of Bangladesh Volume 2: Mammals, 2015, IUCN; information sources:wikipedia,iucnredlist.org; photo credit: chris buelow (www.inaturalist.org/people/beavisnail), photo copyright: iNaturalist.more information please contact with us.