Scientific Name : Pseudorca crassidens
                
                Family : Delphinidae
                Order : Cetartiodactyla
                Class : Mammalia
                Phylum : Chordata
                
                
                                    Habitat : সামুদ্রিক ন্যারিটিক অঞ্চল ও মহাসমুদ্রীয় অঞ্চল।
                                 
                                
                    Description : ছদ্ম ঘাতক তিমিগুলি বড় প্রাণী। প্রাপ্তবয়স্ক পুরুষদের দৈর্ঘ্য সাধারণত ৪-৬ মিটার (১৩-২০ ফুট)। এদের ওজন ১৫০০ কেজি (৩৩০০ পাউন্ড) পর্যন্ত হয়। প্রাপ্তবয়স্ক স্ত্রীরা কিছুটা ছোট হয়।
 তাদের একটি মসৃণ, সুবিন্যস্ত শরীর রয়েছে।এদের শরীর কালো বা গাঢ় ধূসর। গলা এবং বুকে হালকা দাগ আছে। তাদের একটি বাঁকা পৃষ্ঠীয় পাখনা আছে। মাথা দীর্ঘ ও সরু।
  মাছ, স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যেমন ডলফিন এবং ছোট তিমি খায়।
২০ জন মিলে দল গঠন করে। তারা পানি থেকে লাফ দেয় এবং বাতাস থেকে আবার পানিতে লাফ দিয়ে খেলা প্রদর্শন করে।
তিমিগুলি সারা বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উষ্ণ-নাতিশীতোষ্ণ জলে পাওয়া যায়।
এরা বর্তমানে বিপন্ন নয়। ভবিষ্যত প্রজন্মের জন্য এদের সংরক্ষণ করতে হবে।
                
                
                 
                
                                Distribution in Bangladesh
                
                             
            
            
                              
                
                
                
            
            
                                
                    References: 
                    description written by:Asad U. Tanvir,Department of Zoology,Jagannath University,Dhaka; reviewed by:Muntasir Akash,Department of Zoology,University of Dhaka;Taxonomic Checklist:Red List of Bangladesh Volume 2: Mammals, 2015, IUCN; information sources:wikipedia,iucnredlist.org; photo credit:Ula Yu(www.inaturalist.org/people/rafael4grampus), photo copyright: iNaturalist.more information please contact with us.