Species Details

@mikeloomis

তারলেজা আবাবিল Did you see this animal?

Scientific Name : Hirundo smithii
Family : Hirundinidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : প্রত্যন্ত অঞ্চল, আবাদযোগ্য জমি, ও পানিঘেঁষা মানব আবাস।
 
Description : এদের উপরের অংশ চকচকে নীল-কালো এবং নিচের অংশ সাদা। এদের তারের মতো লেজ রয়েছে। এটি লম্বা ও কাঁটাযুক্ত, পাতলা। বাইরের পালক যা উড়ে যাওয়ার সময় পাখির পিছনে থাকে। এরা ছোট পাখি। যার দৈর্ঘ্য প্রায় ১৭-১৮ সেমি এবং ওজন প্রায় ১৫-২০ গ্রাম। এটি খোলা বনভূমি, সাভানা, তৃণভূমি এবং এমনকি শহুরে এলাকা সহ বিভিন্ন বাসস্থানে পাওয়া যায়। এরা পোকামাকড় খায়। এটি উড়ে যাওয়ার সময় শিকার ধরে। এরা কীটপতঙ্গের তাড়ায় মোচড় ও বাঁক নেওয়ার ক্ষমতা আছে। এটি অ-প্রজনন মৌসুমে ঝাঁকে ঝাঁকে দেখা যায়। এরা উপনিবেশে প্রজনন করে। কাদা দিয়ে বাসা তৈরি করে। পালক ও ঘাস দিয়ে সারিবদ্ধ থাকে। স্ত্রী ২-৪টি ডিম পাড়ে, যা প্রায় ১৪-১৬দিন ধরে মা-বাবা উভয়ের দ্বারাই সেবা যত্ন করা হয়।
 
Distribution in Bangladesh

Species groups

References:
description written by: Shahtaj Islam Sakaal,Department of Zoology, University of Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;photo credit: mikeloomis(www.inaturalist.org/people/mikeloomis),photo shared from iNaturalist, photo copyright reserved according to iNaturalist rules;Frank Lambertmore information, please contact us.