@c_nomad_chris ( inaturalist.org )
Scientific Name : Vindula erota
Family : Nymphalidae
Order : Lepidoptera
Class : Insecta
Phylum : Arthropoda
Habitat : বনজঙ্গল,ভেজা জায়গা
Description : ব্রাশ ফুটেড প্রজাতির এই প্রজাপতির পুরুষের ক্ষেত্রে ডানার উপর পাশ হলদে বাদামি আর নিচের পাশের রং গাঢ় মাত্রার হয়। ডানার উপর পাশের মাঝের অংশ হালকা রংয়ের হয় সাথে প্রান্তের কাছে আঁকাবাঁকা কিছু রেখা এবং কালো তেরছা রেখা উপস্থিত আছে।ডানার নিচের পাশে গোড়ার দিকের চিহ্নগুলো গোলাপি রঙের আর প্রান্তের দিকের গুলো বেগুনি রঙের হয়ে থাকে।ডানায় কিছু লালচে-বাদামি রেখা দেখতে পাওয়া যায়।স্ত্রী প্রজাপতির ক্ষেত্রে চিহ্নগুলি পুরুষের মতোই হয়ে থাকে। ডানার উপরের পাশে বাদামি রং কিন্তু গোড়ার অর্ধেক জলপাই সবুজ রংয়ের হয় আর সাথে একটি সাদা পট্টি আছে।ডানার নিচের অংশ পুরুষ প্রজাপতির থেকে ফ্যাকাশে কিন্তু বেশি বাদামী হয়ে থাকে।