Scientific Name : Indotyphlops porrectus
Family : Typhlopidae
Order : Squamata
Class : Reptilia
Phylum : Chordata
Other Name : সরু কেচো সাপ
Habitat : বন,উদ্যান,কৃষি জমি
Description : এরা ছোট আকৃতির সরু সাপ। এগুলি ছোট এবং শরীর পাতলা। এরা লম্বায় প্রায় ০.৫ সেমি (০.২০ ইঞ্চি) ব্যাস সহ সর্বাধিক মোট দৈর্ঘ্য ২৮.৫ সেমি (১১.২ ইঞ্চি) পর্যন্ত । তাদের শরীরের চারপাশে ১৮টি আঁশের সারি রয়েছে। এদের দেহের উপরের তল বাদামি বা কালচে ও নীচের তল ফ্যাকাশে বর্ণের হয়। কিন্তু একদম সামনের ও পেছনের অংশ সাদাটে।এরা ছোট অমেরুদণ্ডী প্রাণী, পোকামাকড় ইত্যাদি খায়। এরা ডিম পাড়ে।
References:
description written by: Zarin Tasnim,Department of Zoology,University of Dhaka ; information source:IUCN Red List Bangladesh-2015; photo credit and copyright :Reptiles and Amphibians of Thailand.. more information please contact with us.