@Misbah Mishu,Bangladesh;
                    
                 
                
                
                Scientific Name : Anser indicus
                
                Family : Anatidae
                Order : Anseriformes
                Class : Aves
                Phylum : Chordata
                
                                Other Name : বাদিহাঁস
                
                                    Habitat : লতাপাতা ঘেরা জলাশয়ের পাড়,  জনবসতিবিহীন উপকূলীয় দ্বীপ ও বড় নদীর চর।।
                                 
                                
                    Description : দাগি রাজহাঁস বড় জলচর পাখি। (পূর্ণ বয়স্ক পাখির দৈর্ঘ্য প্রায় ৭৩ সেমি. ওজন প্রায় ১.৬কেজি, ডানা প্রায় ৪৫ সেমি.) মাথা বরাবর ২ টি স্পষ্ট কাল দাগ রয়েছে। এরা দলবদ্ধ ভাবে থাকে। এদের সচরাচর দেখা যায় না, তবে শীতকালে বাংলাদেশের উপকূল অঞ্চলে দেখা যায়।
                
                
                 
                
                                Distribution in Bangladesh
                
                             
            
            
                              
                
                
                
            
            
                                
                    References: 
                    description written by:Fatema-Tuz-Zohora,Department of Zoology, Jagannath University,Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;Photo credit and copyright:Misbah Mishu,Bangladesh;taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;bird song owner:Aat Schaftenaar(www.xeno-canto.org/Aat Schaftenaar), bird sound copyright reserved according to www.xeno-canto.org rules; more information, please contact us.