Scientific Name : Emberiza lathami
Family : Emberizidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : আমাদের বনাঞ্চলে দেখা যায়
Description : কালো মাথা চটক ১৫ সেমি লম্বা। এর লম্বা লেজ রয়েছে যা রিড চটকের চেয়ে বড়।প্রজনন কালে পুরুষ পাখির উজ্জ্বল পিঠ,লালচে বাদামি পেট ও কালো মাথা দেখা যায়। স্ত্রী পাখি পুরুষ পাখির হালকা অমিল আছে। তলপেটে অপেক্ষাকৃত ফ্যাকাশে বাদামি,ধূসর-বাদামি পিঠ,ধূসর মাথা রয়েছে।বাচ্চা পাখি দেখতে স্ত্রী পাখির মত তবে পায়ু অঞ্চল হলুদ,লাল মাথা চটকের সাথে এদের আলাদা করা কষ্টসাধ্য।এদের গাল ও গলা বেশি গাঢ় রঙয়ের।প্রথম বছরে পুরুষ পাখির বাদামি ঝুটি থাকে এবং পিঠে লালচে বাদামি ও ধূসর বর্ণের পট্টি বিশিষ্ট।প্রথম বছরে স্ত্রী পাখিকে লাল মাথা চটকের থেকে আলাদা করা কষ্ট ঝুটি ও পিঠের নিচের দিকে রেখাগুলো বেশি ঘন থাকে।পায়ু হলুদ। প্রাকৃতিক খাদ্য হিসেবে এরা বাচ্চা অবস্থায় পোকা খেয়ে থাকে।অন্যথায় বীজ খেয়ে থাকে।এরা দক্ষিন-পূর্ব ইউরোপ,ইরান থেকে পূর্বে প্রজনন করে,কিছু পাখি দক্ষিণপূর্ব এশিয়ায় এবং বাকিরা ভারতে অতিথি হয়ে আসে।
Distribution in Bangladesh
References:
taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;photo credit: Imran Shah(www.inaturalist.org/people/Imran Shah),photo shared from iNaturalist, photo copyright reserved according to iNaturalist rules;Sreekumar Chirukandothmore information, please contact us.