Scientific Name : Ficedula superciliaris
                
                Family : Muscicapidae
                Order : Passeriformes
                Class : Aves
                Phylum : Chordata
                
                
                                    Habitat : সকল ধরনের বনাঞ্চলে দেখা যায়
                                 
                                
                    Description : ছোট পাকড়া চুটকি একটি ক্ষুদ্র সাদা কালো পাখি।এটা প্রায় ১০ সেমি লম্বা, ওজনে ৭ গ্রাম,পাখা ৫.৭ সেমি, টারসাস ১.৫ সেমি, ঠোট ১.৩ সেমি, লেজ ৪.২ সেমি। স্ত্রী এবং পুরুষ পাখি তাদের পালকের রঙের জন্য আলাদা।পুরুষ পাখির পিঠের অংশ কালো,পেটের অংশ সাদা।এটার  পাখা সাদা ছিটযুক্ত।পেট ও লেজের সংযোগস্থল সাদা,চোখের ওপর অংশ থেকে ঠোট ও ঘাড়ের পশ্চাৎ পর্যন্ত সাদা।স্ত্রী পাখি দেখতে পিঠের দিকে ধূসর বাদামি এবং পেটের দিকে ধোঁয়াটে সাদা।এর কপাল ও ঠোঁট হলুদাভ কমলা ,পাখা ও লেজ লালচে,গাল ও গলা পিঙ্গল-জলপাই রঙ্গের,গলার নিচের অংশ সাদা এবং পেট জলপাই বাদামি রঙ্গের।এর কালচে বাদামি ঠোঁট রয়েছে।এরা মূলত পোকা যেমন পিঁপড়া ,গুবরে পোকা খেয়ে থাকে।প্রজনন কাল ব্যতিত এরা আঙ্গুর জাতীয় ফল খেয়ে থাকে।এরা এপ্রিল-জুলাই মাসে প্রজনন করে।
                
                
                 
                
                                Distribution in Bangladesh
                
                             
            
            
                              
                
                
                
            
            
                                
                    References: 
                    description written by:Sharmin Rahman,Department of Zoology, Jagannath University,Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;photo credit: carmelo_lopez(www.inaturalist.org/people/ carmelo_lopez),photo shared from iNaturalist, photo copyright reserved according to iNaturalist rules;taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;bird song owner:Somkiat Pakapinyo (Chai)(www.xeno-canto.org/Somkiat Pakapinyo (Chai)), bird sound copyright reserved according to www.xeno-canto.org rules; more information, please contact us.